হযরত বলেন, শাইখুল হাদিস আল্লামা হযরত আযিযুল হক সাহেব রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, ‘আমি কিভাবে আল্লাহ্র শোকর আদায় করব যে, আমার মেয়েগুলো সবাই আল্লাহ্ পাকের কালামের সাথে এত মহব্বত রাখে! আমার আটজন মেয়ে, সবাই কুরআনের পাগল।’ শাইখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহির পরিবারের মেয়েরা, নাতি নাতনি সবাই হাফেজ-হাফেজা। পুরো পরিবারে এক অদ্ভুত ফুল বাগানের দৃশ্য।