হযরত বলেন, ঘরোয়া মাহফিলে আমরা একই চেহারা বার বার দেখি। সচরাচর যারা পরিচিত, তারাই আসে। আমরা বলি, ‘মাহফিলে নতুন লোক আসেনা।’ অসুবিধা নেই। সূরা ইয়াসিনে আল্লাহ বলেন
إِنَّمَا تُنذِرُ مَنِ اتَّبَعَ الذِّكْرَ
‘আপনি কেবল তাদের সতর্ক করুন যারা নসিহত অনুসরণ করে।’
নসিহত অনুসরণ করে কারা? পুরনো মানুষেরাই তো। তাদের নিয়েই মাহফিল করো।