একজন আলেম শাইখুল হাদিস যাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি-এর আপবীতি থেকে কিছু অংশ পড়ে শোনালেন। শায়েখের স্ত্রী মারা যাওয়ার পর, নিজের মেয়েক দাফন করে যাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি-এর শ্বশুর কবরস্থান থেকে ফেয়ার পথে তাঁর চাচা হযরত ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি কে বললেন, ‘যাকারিয়ার বয়স কম। তাঁর আবার বিয়ের বন্দোবস্ত করেন। দেরি করবেন না। একটি উপযুক্ত সম্মন্ধ দেখেন। আমি নিজে সেখানে কথা বলব। হযরত বলেন, আমাদের দেশে কোন ব্যক্তির স্ত্রী মারা গেলে তাঁর দ্বিতীয় বিয়ে অত্যন্ত ঘৃণার চোখে দেখা হয়। যেন এটা অত্যন্ত জঘণ্য কাজ। কবীরা গোনাহের চেয়ে খারাপ। আমাদের সামনে অনেক সংসার ভেঙ্গে যাচ্ছে। ছেলে মেয়ে কিছুতেই মানবেনা। আমার মায়ের জায়গায় আরেকজন আসবে আমরা কিছুতেই তা হতে দেব না। অথচ রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) পুরুষদের স্ত্রীহীন অবস্থায় একা থাকা পছন্দ করতেন না।