হযরত বলেন, সূরা ফাতেহায় আল্লাহ তা‘আলা বলেছেন,
اِهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ
আমাদের সরল সঠিক পথ দেখান।
তার পাশেই আছে,
صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ
তাদের পথ, যাদের উপর আপনার নেয়ামত বর্ষিত হয়েছে।
তারা কারা? তারা হলেন নবী, সিদ্দীক, শহীদ ও সালেহীন। এটা আল্লাহ নিজেই বলেছেন,
وَمَنْ يُّطِعِ اللهَ وَالرَّسُوْلَ فَاُولٰئِكَ مَعَ الَّذِيْنَ اَنْعَمَ اللهُ عَلَيْهِمْ مِنَ النَّبِيِّيْنَ وَالصِّدِّيقِيْنَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِيْنَ وَحَسُنَ اُولٰئِكَ رَفِيْقًا
আর যে কেউ আল্লাহর হুকুম এবং রাসূলের হুকুম মান্য করবে, তাহলে যাদের প্রতি আল্লাহ নেয়ামত দান করেছেন, সে তাদের সঙ্গী হবে। তারা হলেন নবী, সিদ্দীক, শহীদ ও সালেহীন। আর তাদের সান্নিধ্যই হলো উত্তম।
আল্লাহ আমাদের সঠিক পথে চালিত করেন।