আল্লাহ্র উপর এক্বীন
হযরত হাফেজ্জী হুজুর (রহঃ) –এর বিখ্যাত গল্প। তিনি বলেন যে, আমি তখন সাহরানপুরে পড়তাম। তুর্কিদের খুব দুরবস্থা। প্রথম মহাযুদ্ধের কথা। তখন সাহরানপুরে খুব বড় একটা মিটিং হলো। ঐ মিটিঙে খুব দোয়া হলো তুর্কিদের জন্য। সবাই মিলে সম্মিলিত দোয়া হলো। সবাই চলে যাওয়ার পরে আমিও আল্লাহর কাছে মাঠের কোণার মধ্যে কান্নাকাটি করে একলা দোয়া করলাম। অনেকক্ষণ দোয়া করলাম। তিন দিন পর খবর এল যে, তুর্কিদের জয় হয়েছে। আমার মনে হলো আল্লাহ পাক আমার দোয়া কবুল করেছেন। হযরত হাফেজ্জী হুজুর (রহঃ) – এর কথা এরকম শিশুর মত সরল; ‘আমার দিলে কয় আমার দোয়া আল্লাহ কবুল করেছেন। সবার সঙ্গে দোয়া করার পরে আমি যে আবার একলা আল্লাহ্র কাছে কেঁদেছি।‘ আল্লাহ্র উপর কী রকম তাঁর এক্বীন! কী রকম সহজ-সরল কথা!
-প্রফেসর হযরতের বয়ান সংকলন ‘ইসলামের দাবী ও আমাদের বাস্তব জীবন হতে সংগৃহীত
From Khulna
Assistant professor Dr Abdullah al faroque want to attain the majlis of professor hajrat in dhaka. Seeking help regarding this matter
Sorry for late reply. Schedule of regular Mahfil given below
Azimpur on each Saturday
Uttara on each Monday
Shamoly on second Wednesday of arabic lunar month
Dhanmondy on second Thursday of arabic lunar month
* All mahfils are held baad Magrib