হযরত ২০১৩ সালে উত্তরার এক মজলিসে এই বক্তব্য রাখেনঃ
Tag Archives: Featured
সময়
সময়
(৭৬ঃ১) هَلۡ اَتٰى عَلَى الۡاِنۡسَانِ حِيۡنٌ مِّنَ الدَّهۡرِ لَمۡ يَكُنۡ شَيۡـٴً۬ـا مَّذۡكُوۡرًا
‘এসেছিল কি মানুষের জীবনে এমন একটা সময়, যখন সে কোন আলোচ্য বস্তই ছিলনা?’ প্রশ্ন দিয়ে শুরু, আসেনি কি মানুষের জীবনে এমন একটা মুহুর্ত, when he was not an object of even discussion? তার সম্পর্কে আলোচনার কোন প্রশ্নই আসতনা। আজ থেকে সত্তর-আশি বছর আগে কেমন ছিল আমাদের অবস্থা? আমরা কোন আলোচ্য বস্তই ছিলাম না!
আল্লাহ বলেন,
(৭৬ঃ২) اِنَّا خَلَقۡنَا الۡاِنۡسَانَ مِنۡ نُّطۡفَةٍ اَمۡشَاجٍۖ نَّبۡتَلِيۡهِ فَجَعَلۡنٰهُ سَمِيۡعًۢا بَصِيۡرًا
‘আমি মানুষকে তৈরী করেছি from mixed drops’. এখানে mixed drops মানে কি? এই নিয়ে তাফসিরকারকরা অনেক আলোচনা-চর্চা করেন। আমি এর মধ্যে যাচ্ছিনা। কুরআনের শাব্দিক তরজমা এরকম। তারপর তিন নম্বর আয়াত,
نَّبۡتَلِيۡهِ فَجَعَلْنَاهُ سَمِيۡعًۢا بَصِيۡرًا
‘আমি তাকে পরীক্ষা করি। আমি তাকে দিয়েছি শোনার শক্তি, দেখার শক্তি।’ এটি হলো সূরা দাহর। The name of the sura is ‘Time’ because it starts with the word, দাহর । O the readers of A Brief History Of Time! look at the word, Allah has chosen! সূরার নাম কি? দাহর। অর্থ কি? কাল (Time)। দেয়ালে দেয়ালে লেখা নেই, সময়ের সাহসি সন্তানেরা-এখন যৌবন যার, যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময় তার। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, এখন যৌবন যার, আল্লাহকে খুশী করার শ্রেষ্ঠ সময় তার। যিনি এ সত্তা দিয়েছেন, যিনি এ অস্তিত্ব দিয়েছেন, তাকে চেনা, তাকে জানা, তাকে অনুভব করা। সুতরাং সূরা দাহরে দাহর শব্দের মানে Time. কিন্ত একই Time শব্দ দ্বারা আল্লাহ সূরা জাসিয়ার মধ্যে অবিশ্বাসীদের কথা নকল করছেন,
مَا هِىَ اِلَّا حَيَاتُنَا الدُّنۡيَا نَمُوۡتُ وَنَحۡيَا وَمَا يُهۡلِكُنَاۤ اِلَّا الدَّهۡرُؕ
‘এই দুনিয়ার জীবন ছাড়া আর কোন জীবন নেই। আমরা এখানেই মরি, এখানেই বাঁচি। কাল ছাড়া আর কিছুই আমাদেরকে ধ্বংস করে না।’ মানে ঐখানে time was ordinary time, আর এখানে time means my killer. সময় ছাড়া আর কিছুই আমাদেরকে ধ্বংস করে না। nothing but time destroys us। সময়ের সংগেই আমাদের আগমন, সময়ের সংগেই আমাদের যাত্রা, শেষ। খালাস। কিন্ত সে একদম ভুলে যায়- আল্লাহ বলেন,
(৩৯ঃ৭৭-৭৮)اَوَلَمۡ يَرَ الۡاِنۡسَانُ اَنَّا خَلَقۡنٰهُ مِنۡ نُّطۡفَةٍ فَاِذَا هُوَ خَصِيۡمٌ مُّبِيۡنٌ ﴿﴾ وَضَرَبَ لَـنَا مَثَلًا وَّ نَسِىَ خَلۡقَهٗ
‘মানুষ কি দেখে না যে, নিশ্চই আমি তাকে সৃষ্টি করেছি বীর্য থেকে? অতঃপর তখনই সে হয়ে গেল প্রকাশ্য বাকবিতন্ডাকারী। সে আমার সম্পর্কে এক অদভুত কথা বর্ণনা করে, অথচ সে ভুলে যায় তার সৃষ্টিকে।’ He forgets his creation. তাকে আমি এক ফোঁটা বীর্য থেকে তৈরী করেছিলাম। মায়ের পেটের অন্ধকারে আমি তাকে তৈরী করেছিলাম।
(৩৯ঃ৬)خَلۡقًا مِّنۡۢ بَعۡدِ خَلۡقٍ فِىۡ ظُلُمٰتٍ ثَلٰثٍ
Creation after creation in the midst of three darkness, এই রকম অবস্থায় তাকে আমি তৈরী করেছিলাম। তার চোখ, তার কান, তার নাক – যেগুলো নিয়ে সে দুনিয়াতে ঘুরে বেড়ায়, গর্ব করে, সেই faculty গুলো আমি তৈরী করেছি কোথায়? কিন্ত সে আমারই সামনে প্রকাশ্যে ঝগড়া করে।
(৩৬ঃ৭৮)قَالَ مَنۡ يُّحۡىِ الۡعِظَامَ وَهِىَ رَمِيۡمٌ
সে বলে, এসব হাড়গোড় মাটিতে মিশে গেলে আবার কে এগুলোকে সৃষ্টি করবে?’
-হযরতের বয়ান সংকলন ‘তাযকিরাতুল আখিরাহ’ থেকে সংগৃহীত
Multimedia and download links
Facebook page where you can read and listen to Hazrat’s lectures:
https://www.facebook.com/professorhazratDB
Telegram link where you can listen to lectures
https://t.me/professorhazratdb
We are also pleased to inform you that you have now access to a huge collection of lectures from Hamidur Rahman Sir through this link:
Listen and download lectures of Professor Hamidur Rahman Sir-Part 1
Listen and download lectures of Professor Hamidur Rahman Sir-Part 2
Listen and download lectures of Professor Hamidur Rahman Sir-Part 3